নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: দীর্ঘ প্রতীক্ষার অবসান, আর কয়েক ঘন্টার মধ্যেই পার্লামেন্টের লোকসভাতে পেশ হতে চলেছে ২০২২ সালের দেশের বাজেট। আর সেই বাজেটের অভিমুখ কোন দিকে থাকবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে দেশের অর্থনৈতিক মহল থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। এই বাজেটের মধ্যে দিয়ে ব্যবসায়ীদের জন্য কি পেশ করবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামান। আর বাজেটে কি ছাড় দেওয়া হবে কর পরিকাঠামোর উপর।
শুধু তাই নয় মধ্যবিত্তদের জন্য কি আনতে চলেছে দেশের এই বাজেট। দাম কি কিছুটা কমবে রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের। এখন সেই নিয়েই গুঞ্জন নানা মহলে। তবে তার সবটাই পরিস্কার হয়ে যাবে আর কয়েকঘন্টা পরেই। আর বাজেট পেশের সাথে সাথে আসবে তার বিস্তারিত।