BREAKING

Sunday, 2 January 2022

Bengal Lockdown: রাজ্যে জারি আংশিক, দেখুন কি কি বন্ধ


নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা, হাওড়া: সারা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বৃদ্ধি পাচ্ছে করোনার গ্রাফ। আর তার জেরে উদ্বিগ্ন কেন্দ্রীয় ও রাজ্য স্বাস্থ্য দপ্তর। পাশাপাশি উদ্বিগ্ন রাজ্য সরকারও। আর রাজ্যের কোভিড পরিস্থিতি মোকাবিলায় রবিবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।
আর এদিনের এই সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের মুখ্য সচিব সাংবাদিকদের সামনে জানায়।  কোভিড মোকাবিলায় রাজ্যে আগামী ৩ রা জানুয়ারি সোমবার থেকে জারি করা হচ্ছে আংশিক বিধি নিষেধ। এদিকে সূত্রের খবর আগামী কাল সোমবার থেকে সারা রাজ্যে জারি হচ্ছে এই বিধি নিষেধ।

আর এদিনের এই বিধি নিষেধ জারির মধ্যে দিয়ে রাজ্যে আগামী কাল সোমবার থেকে যা হতে চলেছে তা হলো।

■ রাজ্যে আগামী কাল সোমবার থেকে বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত ধরণের শিক্ষা প্রতিষ্ঠান।
■ আগামী কাল সোমবার থেকে রাজ্যে বন্ধ থাকবে সুমিং পুল, স্পা, জিম, বিউটি পার্লার, সেলুন।
■ আগামী কাল সোমবার থেকে চিড়িয়াখানা সহ রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ।
■ আগামী কাল সোমবার রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত গণ পরিবহন।
■ অন্য দিকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আগামী সোমবার থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত রাজ্যে চালু থাকবে লোকাল ট্রেন পরিষেবা।
■ পাশাপাশি আগামী সোমবার থেকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাজ্যে চলবে মেট্রো পরিসেবা।
■ পাশাপাশি আগামী সোমবার থেকে ৫০ শতাংশের বেশি জমায়েত করা যাবে না শপিং মলে।
■ অন্যদিকে ৫০ শতাংশ যাত্রী নিয়ে আগামী সোমবার থেকে খোলা থাকবে বার, রেস্টুরেন্টে, পানশালা।
■ তবে ৫০ শতাংশ লোক নিয়ে আগামী সোমবার থেকে রাজ্যে চালু থাকবে সিনেমা হল ও থিয়েটার।
■ অন্য দিকে বিবাহ, শ্রদ্ধা, সহ অন্যান্য যে কোন সামাজিক অনুষ্ঠানে সর্বোচ্চ ৫০ জনের বেশি জমায়েত নিষিদ্ধ।
■ পাশাপাশি আগামী সোমবার থেকে শপিং মল খোলা থাকবে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
■ সোমবার থেকে রাজ্যের সরকারি ও বেসরকারি অফিসে ৫০ শতাংশ কর্মী  নিয়ে কাজ।
■ রাত ১০ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত করা বিধি নিষেধ লাগু।
■ মাস্ক না পড়ে রাস্তায় বেরোলেই করা ব্যাবস্থা।
■ বিমানের যাত্রীদের ক্ষেত্রে আর টি পি সি আর টেস্ট বাধ্যতা মূলক।