নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: কোভিড পরবর্তী পরিস্থিতিতে সারা রাজ্যের পাশাপাশি রক্তের ঘারতি দেখা দিয়েছে জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। আর তার জেরেই বহু ক্ষেত্রে সমস্যায় পড়ছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর পরিবার থেকে মুমূর্ষ রোগীর পরিবারেরা। আর প্রয়োজনীয় রক্তের অভাবে বহু ক্ষেত্রেই থমকে যাচ্ছে মুমূর্ষ রোগীর অস্ত্র প্রচার।
আর সেই রক্তের ঘারতি কিছুটা কমাতে এগিয়ে এলো বিজেপি উলুবেড়িয়া পূর্ব-১ নম্বর মন্ডল কমিটি। রবিবার তাদের উদ্যোগে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের পাঁচলার রঘুদেবপুরে অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। আর এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন নন্দীগ্রামের বিধায়ক তথা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন বিজেপির রক্তদান শিবিরের উদ্বোধনে এসে তিনি দলীয় কর্মীদের সঙ্গে বসে দেখেন প্রধানমন্ত্রীর মনকি বাত অনুষ্ঠান। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, রাজ্যে কার্যত জঙ্গলের রাজত্ব চলছে। রাজ্যে বিধানসভায় উনি ২১৩ টা আসন পেয়েছে। উপ নির্বাচনে কার্যত ৯০ শতাংশ ভোট পেয়েছে। এটা আসলে মানুষের প্রতিফলন না। তিনি আরো বলেন গোটা রাজ্যে বিরোধীদের উপর আক্রমণ করা হচ্ছে। কোথাও কাজ করতে দেওয়া হচ্ছে না। আজও বাধা দেওয়া হয়েছে দিলীপ দাকে। আমাকে রোজ বাধা দেওয়া হয়। পাশাপাশি তিনি বলেন হাই কোর্টের নির্দেশে এস এস সি প্রাথীরা কলকাতার গান্ধী মূর্তির তোলে গিয়েছিল শান্তি পূর্ন আন্দোলনে সেখানেও তাদের পিটিয়ে তুলে দেওয়া হয়েছে। এই সরকার কোর্টের নির্দেশ মানেনা, সংবিধান মানেনা, কোন নিয়ম মানে না। পাশাপাশি তিনি ব্যারাকপুর ইস্যুতে সমালোচনা করে পুলিশের। পাশাপাশি তিনি রাজ্যের আগামী ২৭ শে ফেব্রুয়ারির পৌর ভোট পিছনোর দাবি জানান। এই প্রসঙ্গে তিনি বলেন, ভোট কিছুদিন পিছিয়ে দেওয়া হোক আর তা না হলে ১২ তারিখের ভোটের গণনা ১৪ তারিখ না করে সব পৌরসভার ভোটের গণনা এক সঙ্গে করা হোক। পাশাপাশি বিনয় মিশ্রের জামিন প্রসঙ্গে তিনি বলেন, আসানসোলের রায় খুব সুন্দর রায় হয়েছে।
তিনি ছাড়াও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি হাওড়া গ্রামীণের সভাপতি অরুণদয় পাল চৌধুরী, বিজেপি রাজ্য নেতা প্রত্যুষ মন্ডল, বিজেপি নেতা উমাশঙ্কর হালদার, বিজেপি নেত্রী শুক্লা আদক, রঘুদেবপুর অঞ্চলের প্রাক্তন উপ প্রধান তপন হাজরা সহ ওই এলাকার একাধিক বিজেপি নেতা ও কর্মী সমর্থক।