নিজেস্ব প্রতিনিধি: রাজ্যে দুর্নীতি, বেকারদের কাজ, সকলের জন্য রেশন ব্যাবস্থা, টেট দুর্নীতিতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ একাধিক দাবিতে রাজ্য জুড়ে শুরু হয়েছে সিপিআইএমের "চোর তারাও, গ্রাম জাগাও, বাংলা বাঁচাও" কর্মসূচি। যার অঙ্গ হিসাবে রাজ্যের বিভিন্ন ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় চলছে পদযাত্রা ও মিছিল। তারই অঙ্গ হিসাবে রবিবার উলুবেড়িয়া-২ নম্বর ব্লকের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শুরু হলো এই পদযাত্রা। এদিন বাউড়িয়ার কেটুয়াপোল থেকে শুরু হয় এই পদযাত্রা। যা রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বুথ অতিক্রম করে। মিছিল থেকে দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হয় মিছিলে আসা সিপিএম কর্মী সমর্থকেরা। আর রঘুদেবপুরের এদিনের এই মিছিল ও পদ যাত্রায় নেতৃত্ব দেয় সিপিআইএম নেতা সুগম ব্যানার্জী, সাম্য পাড়ুই সহ অন্যান্য নেতৃত্ব।
পাশাপাশি ওই একই ইস্যুকে সামনে রেখে রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভার অন্তর্গত তুলসিবেড়িয়ার পীরতলা থেকে শুরু হয় সিপিএমের একটি পদযাত্রা। যা তুলসিবেড়িয়া অঞ্চলের বিভিন্ন বুথের উপর দিয়ে অতিক্রম করে। আর তুলসিবেড়িয়ার এদিনের এই পদযাত্রায় নেতৃত্ব দেয় সিপিআইএম উলুবেড়িয়া-২ নম্বর ব্লক এরিয়া কমিটির একাধিক নেতৃত্ব। মিছিল থেকে দুর্নীতিতে জড়িত রাজ্যের শাসক দলের নেতা মন্ত্রীদের শাস্তির দাবিতে সরব হয় মিছিলে উপস্থিত সিপিআইএম নেতা ও কর্মী সমর্থকেরা।