নিজেস্ব প্রতিনিধি: রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে রবিবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আমতার চন্দ্রপুরে এক প্রতিবাদ সমাবেশ করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর এদিনের এই সমাবেশ পঞ্চায়েত ভোটের আগে বাড়তি অক্সিজেন দেবে শাসক দলকে, এমনি ধারণা রাজনৈতিক মহলের। এদিকে রবিবার তৃণমূল কংগ্রেসের চন্দ্রপুরের এই সভায় উপস্থিত ছিলেন, উলুবেড়িয়া উত্তর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ডাক্তার নির্মল মাজি। পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য। হাওড়া গ্রামীণ জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা সাকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ ব্যানার্জী, হাওড়া গ্রামীণ জেলা তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি তথা উলুবেড়িয়া পৌরসভার-২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান। ছিলেন উলুবেড়িয়া উত্তর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিমল কুমার দাস, উলুবেড়িয়া উত্তর তৃণমুল যুব কংগ্রেসের সভাপতি পিন্টু মন্ডল, হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতি সুমন্ত সাউ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
আর এদিনের এই প্রতিবাদ সভা থেকে বিধায়ক নির্মল মাজি বলেন, আগামী পঞ্চায়েত নির্বাচন আমাদের কাছে সেমিফাইনাল, আর সেই পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করবে তৃণমূল কংগ্রেস। পাশাপাশি আগামী ২০২৪ সালের লোকসভা ভোটে রাজ্যে ৪২ শে ৪২ পাবে তৃণমূল কংগ্রেস। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন বাংলার মানুষ।
এদিকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে প্রতিবাদ সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। পাশাপাশি প্রতিবাদ সভা থেকে বিজেপি, সিপিএম সহ অন্যান্য রাজনৈতিক দলের সমালোচনায় সরব হয় তৃণমূল নেতৃত্ব। এদিকে এদিনের এই প্রতিবাদ সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।