BREAKING

Tuesday, 6 December 2022

নিকাশি নালা নির্মাণ ঘিরে পাঁচলায় দুই পাড়ার মধ্যে ইট বৃষ্টি

ডেস্ক রিপোর্ট:নিকাশি নালা তৈরি নিয়ে দুই পাড়ার সংঘর্ষ, জানা যায় ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে পাঁচলার পানিয়ারার সরদার পাড়া ও সকরাইলের রুইদাস পাড়া এলাকায়। এদিন একটি নিকাশি নালা তৈরি হচ্ছিল রুইদাস পাড়ায়। সেই সময় পাঁচলার সরদার পাড়ার ছেলেরা প্রতিবাদ করে। আর এর পরেই শুরু হয় দুই পক্ষের ইট বৃষ্টি বাড়ি ভাঙচুর। আহত দুই পক্ষের প্রায় কুড়ি জন। স্থানীয় সূত্রে জানা যায় সকরাইলের কান্দুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি ড্রেন নির্মাণ হচ্ছিল। সেই ড্রেন যুক্ত করা হচ্ছিল পানিয়ারা সরদার পাড়া এলাকায়।

কিন্তু পানিয়ারা বাসীর অভিযোগ ড্রেন নির্মান নিয়ে গত দুই দিন আগে ব্লক স্তরে হয় একটি বৈঠক হয়। কিন্তু সেই বৈঠক মানতে নারাজ একপক্ষ। এদিকে এই নিকাশি নালা হলে জলমগ্ন হতে পারে পানিয়ারার বিস্তীর্ণ এলাকা এমনি অভিযোগ পানিয়ারার সরদার পাড়া এলাকার বাসিন্দাদের। আর এই নিকাশি নালা নিয়ে শুরু হয় দুপক্ষের বচসা, পরে ইট বৃষ্টি।

আর ইটের আঘাতে আহত হয় দুই পক্ষের কুড়ি জন। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় সাকরাইল ও পাঁচলা থানার বিশাল পুলিশ বাহিনী। তারাই নিয়ন্ত্রণে আনে গোটা পরিস্থিতি। এদিকে এঘটনার পর মঙ্গলবারও থমথমে ওই দুই গ্রাম। রাস্তা জুড়ে পরে রয়েছে ইট ও ভাঙা কাঁচের বোতল। পাশাপাশি দুই পাড়ার পক্ষ থেকে ইতিমধ্যে সাকরাইল ও পাঁচলা থানায় দায়েক করা হয় দুটি পৃথক অভিযোগ। তবে ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।