BREAKING

Saturday, 3 December 2022

Accident:বাউড়িয়ায় লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির

নিজেস্ব প্রতিনিধি: রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাউড়িয়ায় মৃত্যু হল এক ব্যক্তির। জানা গেছে ঘটনাটি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ বাউড়িয়ার কাজিরচড়ায়। এদিন রাতে ওই ব্যক্তি যখন কাজ সেরে বাড়ি ফিরছিল ঠিক তখনি একটি লরি তাকে পিছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মুখ থুবড়ে পড়ে যায় ওই ব্যক্তি। আর এর পরেই ঘটনাস্থলে এসে হাজির হয় বাউড়িয়া থানার পুলিশ।

তারাই ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। এদিকে সূত্রের খবর, ঘাতক ওই লরিটিকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ। তবে পলাতক ওই ট্রাকের চালক। তবে দুর্ঘটনায় মৃত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি এখনো।