BREAKING

Friday, 2 December 2022

Accident: ১৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিভিক ভলেন্টিয়ারের

নিজেস্ব প্রতিনিধি: আবারও ১৬ নম্বর জাতীয় সড়কের উলুবেড়িয়ার বিরশিবপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল সিভিক ভলেন্টিয়ারের। জানা যায়, শুক্রবার সকাল আট টা নাগাদ ঘটনাটি ঘটে ১৬ নম্বর জাতীয় সড়কের কলকাতা মুখী লেনের উলুবেরিয়া ইন্ডাস্ট্রিয়াল পার্ক সংলগ্ন এলাকায়। এদিন সকালে জাতীয় সড়কের কলকাতা গামী লেনে কর্মরত অবস্থায় ছিল, ওই সিভিক ভলেন্টিয়ার। আর ঠিক সেই সময় ঘটে এমন মর্মান্তিক পরিণতি।

প্রসঙ্গত সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ চলায় তার প্রভাব পড়েছে জেলার জুড়ে, জানা যায় এদিন উলুবেরিয়ার বিরশিবপুরের কাছে কলকাতা গামী লেনে যান চলাচল নিয়ন্ত্রণ করছিলো ওই সিভিক কর্মী। ঠিক সেই সময় কর্মরত অবস্থাতেই একটি ট্রাক ধাক্কা মারে ওই সিভিক ভলেন্টিয়াকে। আর এর পরেই ঘটনাস্থলে থাকা অন্যান্য পুলিশ কর্মীরা দ্রুত আহত এই সিভিক ভলেন্টিয়ারকে উদ্ধার করে নিয়ে যায় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

জানা যাচ্ছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন রায়। বয়স আনুমানিক ৩০ বছর, বাড়ি উলুবেড়িয়ার ফুলেশ্বর বৈকন্ঠপুরে। এদিকে এঘটনার জেরে গোটা সিভিক মহলে নেমে এসেছে শোকের ছায়া।