নিজস্ব প্রতিনিধি: আবারও ভয়াবহ পথ দুর্ঘটনা পাঁচলার ধুলোর বাঁধ সংলগ্ন এলাকায়। জানা যায় মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ আমতার দশ নম্বর থেকে রানীহাটির দিকে যাচ্ছিল একটি অটো। সেই সময় আমতা রানীহাটি রাজ্য সড়কের পাঁচলার ধুলোর বাঁধ সংলগ্ন এলাকায় ওই অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি নয়ানজলিতে উল্টে যায়। এঘটনায় আহত হয় পাঁচ জন যাত্রী। পাশাপাশি এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা যায়। এদিকে এঘটনার পরেই ঘটনাস্থলে এসে পৌছায় পাঁচলা থানার পুলিশ। তারাই আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় গাববেড়িয়া হাসপাতালে। পাশাপাশি মৃত দেহ উদ্ধার করে পাঠায় হাসপাতালে।
এদিকে স্থানীয় সূত্রে জানা যায় এদিন দুপুরে আমতার দিক থেকে রানীহাটির দিকে যাচ্ছিল একটি অটো ঠিক সেই সময় ধুলোর বাঁধ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় অটোটি। প্রসঙ্গত গত তিন মাস আগে ওই একই জায়গায় বাস ও ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছিল তিন জনের। এদিকে দুর্ঘটনায় মৃত্যু হওয়া ওই মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি। তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায় উলুবেড়িয়া মহুকুমা হাসপাতালে।