নিজস্ব প্রতিনিধি: বাউড়িয়ায় বড়দিনের উৎসবে সামিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও। সারা বিশ্বের পাশাপাশি রবিবার উলুবেড়িয়ার বাউড়িয়াতেও যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল বড়দিনের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে সামিল হল সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও তাদের পরিবারের সদস্যরাও। বাউড়িয়ার বোউলখালিতে অবস্থিত এজি চার্জে অনুষ্ঠিত হয় এক বড়দিন নিয়ে এক বিশেষ অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেই সামিল হয় ওই বিশেষ চাহিদাসম্পন্ন ছোট ছোট শিশুরাও। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাউড়িয়া এজি চার্চের প্রতিষ্ঠাতা ডি এস এন মূর্তি, উলুবেড়িয়া পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাথা ডেভিড রাও সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন অনুষ্ঠানে আশা বিশেষ চাহিদাসম্পন্ন ওই সমস্ত ছোট ছোট শিশুদের মাঝে উৎসবে সামিল হয়ে তাদের নিজে হাতে কেক খাইয়ে দেয় উলুবেড়িয়া পৌরসভার-৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
পরে তিনি বলেন, প্রতি বছর বড়দিন তার জীবনে নিয়ে আসে নতুন কিছু উপহার। এবছরও তার কোন ব্যাতিক্রম হলো না। এবছর এই সমস্ত শিশুদের মাঝে বড়দিনের উৎসবে সামিল হতে পাড়ায় তিনি আনন্দিত। পাশাপাশি অনুষ্ঠান উপলক্ষ্যে চার্চের মধ্যে হয় এক বিশেষ আলোচনা সভাও।