BREAKING

Friday, 23 December 2022

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হল ৩৪ তম হাওড়া জেলা বইমেলা


নিজস্ব প্রতিনিধি: হাওড়া শহর থেকে এবার সরে এসে গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ায় অনুষ্ঠিত হচ্ছে হাওড়া জেলা ৩৪ তম বইমেলা। শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হল ৩৪ তম বইমেলার। শুক্রবার উলুবেড়িয়া কলেজের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে শুভ সূচনা হয় ৩৪ তম হাওড়া জেলা বই মেলার। পরে ৩৪ তম হাওড়া জেলা বই মেলার মূল মঞ্চ থেকে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ৩৪ তম জেলা বই মেলার। যে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর তথা পূর্ত দপ্তরের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী পুলক রায়, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, হাওড়ার জেলা শাসক মুক্তা আর্য, হাওড়া গ্রামীণ পুলিশ সুপার স্বতী ভাঙালিয়া, উলুবেড়িয়ার মহুকুমা শাসক সমির কুমার ঘোষ, ছিলেন বিধায়ক সুকান্ত পাল, নির্মল মাঝি, প্রিয়া পাল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান পৌরসভার ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য প্রশাসনকি কর্তারা। শুক্রবার থেকে শুরু হওয়া ৩৪ তম হাওড়া জেলা বই মেলা চলবে আগামী ২৯ শে ডিসেম্বর পর্যন্ত উলুবেড়িয়া পৌরসভার পার্কিং জোনে। এদিকে বইমেলায় বুক স্টলের পাশাপাশি থাকবে অন্যান্য স্টলও। মেলা কয়দিন মেলার মূল মঞ্চে থাকবে বিশেষ অনুষ্ঠানও।