BREAKING

Wednesday, 28 December 2022

Breaking:মহিষরেখায় গাড়ির মধ্যে থাকা মহিলাকে গুলি করে খুন


নিজস্ব প্রতিনিধি: ঝাড়খণ্ড থেকে কলকাতায় ফেরার সময় ১৬ নম্বর জাতীয় সড়কের বাগনানের মহিষরেখা ব্রিজের কাছে গাড়ি থামিয়ে শৌচকর্ম সারতে যায়। ঠিক সেই সময় গাড়িতে থাকা মহিলা ও তার কন্যা সন্তানের সামনে চুরির উদ্যেশ্যে জোর হয় দুষ্কৃতীরা। কিন্তু তাতে বাঁধা দিলে গাড়িতে থাকা ওই মহিলার উপর গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি গিয়ে লাগে মহিলার কানের নিচে। এর পরেই ওই মহিলার স্বামী প্রকাশ কুমার গাড়ি চালিয়ে আসে পীরতলায়। ঘটনার কথা সব জানায় স্থানীয় ব্যবসায়ীদের, তারাই খবর দেয় পুলিশে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই মহিলাকে নিয়ে যায় উলুবেড়িয়া মহুকুমা হাসপাতালে কিন্তু সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গেছে ওই মহিলার নাম রিয়া কুমারী

এদিকে বুধবার সকাল ছয় টার সময় এমন ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পাশাপাশি মৃত ওই মহিলার স্বামী পুলিকে জানায়, ঘটনায় জড়িত ছিলেন তিন দুষ্কৃতী। এদিকে সাত সকালে এমন গুলি চালানোর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।