নিজেস্ব প্রতিনিধি: এবার উলুবেড়িয়া শহরে অনুষ্ঠিত হতে চলেছে বই মেলা। জানা যাচ্ছে মেলার আয়োজক রাজ্য গ্রন্থাগার বিভাগ। ইতিমধ্যে হাওড়া জেলা বই মেলা এবার উলুবেড়িয়া শহরে করা নিয়ে ইতিমধ্যে উলুবেড়িয়া মহকুমা প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেছে জেলা গ্রন্থাগার বিভাগের কর্তারা। প্রসঙ্গত হাওড়া জেলা বইমেলা হাওড়া শহরে হওয়ার ফলে গ্রামীণ এলাকার বহু মানুষ অংশগ্রহণ করতে পারছিলেননা সেই বই মেলায়। আর তা থেকেই দাবি উঠছিল হাওড়া গ্রামীণ এলাকায় করা হোক জেলা বইমেলা। তাতে গ্রামীণ এলাকার বই প্রেমী সাধারণ মানুষ আরও বেশি বেশি করে অংশগ্রহণ করতে পারবে বইমেলায়।
এদিকে সূত্রের খবর চলতি মাসের ২০ শে ডিসেম্বর থেকে উলুবেড়িয়া পৌরসভার পার্কিং গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে চলেছে এই বই মেলা। এবার হাওড়া জেলা বই মেলা উলুবেড়িয়া শহরে হওয়ায় স্বাভাবিক ভাবেই কৌতূহল বেড়েছে উলুবেড়িয়া বাসীরও। ইতিমধ্যে শুক্রবার মেলার স্থল ঘুরে দেখেছেন বই মেলার আয়োজক কমিটির সদস্যরা।