টাইব্রেকারে ক্রোয়েশিয়ার কাছে ৪-২ গোলে হার ব্রাজিলের।
এদিন টাইব্রেকারে প্রথম শটেই লক্ষ্যভেদ করে ক্রোয়েশিয়ার। খেলার ফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ১-০ ব্রাজিল
পরে ব্রাজিলের রড্রিগোর টাইব্রেকার শট আটকে দিলেন লিভাকোভিচ। খেলার ফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ১-০ ব্রাজিল
এর পর ক্রোয়েশিয়ার হয়ে দ্বিতীয় শট মারেন মায়ার। যা পেনাল্টি শট ব্রাজিলের জালে। আর তার মধ্যে দিয়ে খেলার ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ২-০ ব্রাজিল।
অবশেষে ব্রাজিলের হয়ে ক্যাসিমিয় করেন লক্ষ্যভেদ। খেলার ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ২-১ ব্রাজিল।
পরে লুকা মদ্রিচ ক্রোয়েশিয়ার হয়ে তৃতীয় শট মারে টাইব্রেকারে, যা লক্ষ্যভেদ করেন তিনি। আর এর পরেই খেলার ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ৩ ব্রাজিল ১
যদিও পরে ক্রোয়েশিয়ার জালে প্লেনটি শট মারে প্লেডোর। আর তার মধ্যে দিয়ে খেলার ফলাফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ৩-২ ব্রাজিল।
আর এর পরেই ক্রোয়েশিয়ার পরবর্তী শট আটকাতে ব্যার্থ হয় ব্রাজিলের গোল রক্ষক। তখন খেলার ফল দাঁড়ায় ক্রোয়েশিয়া ৪ ও ব্রাজিল ২
এদিকে ব্রাজিলের হয়ে শেষ শট মারেন মার্কুইনহোসের যা পোস্টে লেগে ফিরে যায়। আর এর পরেই ক্রোয়েশিয়া ৪-২ এর ব্যাবধানে পরাজিত করে ব্রাজিলকে।