BREAKING

Saturday, 10 December 2022

খুলতে চলেছে উলুবেড়িয়ার গড়চুমুক মিনি চিড়িয়াখানা, প্রবেশ মূল্য জানুন

নিজেস্ব প্রতিবেদন: অবশেষে খুলতে চলেছে গ্রামীণ হাওড়ার শ্যামপুরের ৫৮ গেট সংলগ্ন গড়চুমুক মিনি চিড়িয়াখানা। চিড়িয়াখানা খানার ভিতরে চলছে চূড়ান্ত প্রস্তুতি। ইতিমধ্যে তৈরি সম্পন্ন হয়েছে পাখিদের জন্য খাঁচা, বাঘের এনক্লোজার। জানা যাচ্ছে গড়চুমুকের এই মিনি চিড়িয়াখানায় আনা হতে পারে একটি বাঘ, হায়না। শুধু তাই নয় চিড়িয়াখানা চালু হলে দেখা যাবে বিভিন্ন ধরনের পাখি, বাঘরোল, সজারু, কুমির, হরিণ, ময়ূর সহ নানা ধরনের সাপ। ইতিমধ্যে পশু পাখিদের রাখার জন্য সম্পন্ন হয়েছে একাধিক খাঁচা। কিন্তু এই মিনি চিড়িয়াখানা চালু হলে তার প্রবেশ মূল্য কত হবে।

জানা যাচ্ছে উলুবেড়িয়ার গড়চুমুকের এই মিনি চিড়িয়াখানায় প্রবেশ করতে গেলে পাঁচ বছরের নীচে বাচ্চাদের প্রবেশ মূল্য ধার্য হয়েছে ১০ টাকা। পাশপাশি বড়দের জন্য সেই মূল্য ২৫ টাকা। পাশাপাশি সোমবার ছাড়া সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবে পর্যটকেরা। তবে চালু হওয়ার পর গড়চুমুক মিনি চিড়িয়াখানায় যাবেন কিভাবে রইলো তার বিস্তারিত।

যদি আপনি সড়ক পথে যেতে চান তাহলে উলুবেড়িয়া হয়ে ১৫ কিলোমিটারের পথ। আর যদি আপনি ট্রেনে যেতে চান তাহলে দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার ফুলেশ্বর অথবা উলুবেড়িয়া স্টেশনে নেমে মাত্র ১২ কিলোমিটার পথে পৌঁছে যান গরচুমুক মিনি জুতে। এদিকে জানা যাচ্ছে চলতি ডিসেম্বর মাসেই সাধারণ মানুষের জন্য খুলেদেওয়া হতে পারে গরচুমুক মিনি চিড়িয়াখানা।