ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা: গত বিধানসভা ভোটে বামেরা পৌঁছে ছিল শুন্যে। আর সেই শুন্য থেকে লরেছিল পৌর নির্বাচনে। সেখানের রাজ্যের বিরোধী দলকে পিছনে ফেলে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বামেরা। সেই শুরু একাধিক ইস্যুতে রাস্তায় আন্দোলন করতে দেখা যাচ্ছিল বাম ছাত্র যুবদের। আর এবার বহুদিন পর শুক্রবার ফের কলকাতার রাজপথের রাস্তায় নামল সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই। মূলত শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও' ও দুর্নীতিমুক্ত শিক্ষার দাবিতে এদিন পথে নেমেছে তাঁরা।
আর এই একই দাবিতে এদিন তারা সমাবেশ করে। এদিকে সমাবেশ শুরুর আগে এসএফআইয়ের একের পর এক মিছিল শ্যামবাজার, সুবোধ মল্লিক স্কোয়্যার, শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে প্রবেশ করতে থাকে কলকাতার সমাবেশ স্থলে। আর এদিনের এই মিছিল থেকে দুর্নীতি মুক্ত নিয়োগের দাবিতে সরব হয় তারা। অন্যদিকে, শিক্ষানীতির বিরুদ্ধেও দেশের বিজেপি সরকারকে তোপ দেগেছেন এসএফআই নেতারা। আর বাম ছাত্র যুব সংগঠনের এদিনের এই মিছিল ও সমাবেশ দেখে গুঞ্জন শুরু হয়েছে রাজপথে। বিধানসভা ভোটের পর বামেদের এতবড় সমাবেশ দেখেনি কলকাতার রাজপথ। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বামেদের তরুণ প্রজন্মের উপর আস্থা রাখতে শুরু করেছে রাজ্যর একাংশের মানুষ। এদিনের মিছিল ও সমাবেশ কিন্তু দিচ্ছে সেই ইঙ্গিতই।