BREAKING

Wednesday, 3 August 2022

পাঁচলায় বেহাল রাস্তা, অল্প বৃষ্টিতে জমে হাঁটু জল


নিজেস্ব প্রতিনিধি, অজানা বাংলা, হাওড়া: অল্প বৃষ্টিতে কার্যত নদীতে পরিণত হয় পাঁচলার হাট পাঁচলা থেকে  চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েত যাবার প্রায় ২ কিলোমিটার রাস্তা। মূলত গোটা এলাকায় নিকাশি ব্যাবস্থা ভেঙে পড়ার কারণে রাস্তার এমন অবস্থা বলে দাবি স্থানীয়দের। ওই এলাকার স্থানীয় মানুষ থেকে ব্যাবসায়ী সকলের অভিযোগ দীর্ঘদিন ধরে এই এলাকায় বেহাল নিকাশি ব্যাবস্থা। আর তার জন্যই অল্প বৃষ্টিতে গোটা রাস্তা জুড়ে দাঁড়িয়ে যায় জল। ফলে চরম সমস্যায় পড়তে হয় চড়া পাঁচলা, উত্তর পাঁচলা, দক্ষিণ পাঁচলা, হরিসভা সহ একাধিক এলাকার বাসিন্দাদের।

পাশাপাশি বৃষ্টির সময় জল ঢুকে যায় ব্যাবসায়ী প্রতিষ্ঠান গুলিতে এমনি অভিযোগ এলাকার ব্যাবসায়ীদের। যদিও এলাকার মানুষের দাবি রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানানো হলেও মেলেনি কোনো সুরাহা। উল্টে গত কয়েক বছরে বেড়ে গেছে জল যন্তনা। আর তাই এলাকার মানুষের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করুক সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি সংস্কার করা হোক এলাকার নিকাশি ব্যাবস্থাকে।

যদিও এই রাস্তার প্রসঙ্গে বিজেপি নেতৃত্বের দাবি এমন বহু রাস্তাই আছে যেখানে খাতায় কলমে হয়েছে রাস্তা। আসলে টাকা গেছে তৃণমূলের নেতাদের পকেটে। আর তার জেরেই সংস্কার হচ্ছেনা এলাকার রাস্তা গুলি। যদিও বিজেপির তোলা এই অভিযোগকে কার্যত খারিজ করেছে স্থানীয় চড়া পাঁচলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হেমন্ত রায়। তিনি বলেন, এলাকাবাসীদের থেকে সমস্যার কথা জানতে পেরে সেই সমস্যা আমরা জানাই রাস্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরকে। কিন্তু বর্ষা এসে যাওয়ার আটকে গেছে সেই কাজ। পাশাপাশি তিনি আরও বলেন, তিনি আশাবাদী বর্ষার পরেই রাস্তাটি সংস্কারের কাজে হাত দেবে সংশ্লিষ্ট দপ্তর।