BREAKING

Sunday, 31 July 2022

হাওড়ায় ধৃত ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের সিআইডি হেফাজত


ডেস্ক রিপোর্ট, হাওড়া: শনিবার বিকালে হাওড়ায় পাঁচলায় টাকা সমেত পুলিশের হাতে ধরা পরে ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক। হাওড়া গ্রামীণ পুলিশের পক্ষ থেকে তাদের রাত ভোর চলে দফায় দফায় জেরা। আসে সিআইডির দলও। পরে রবিবার তাদের গ্রেফতার করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে ধৃত তিন বিধায়ক সহ মোট পাঁচ জনকে পুলিশ নিয়ে যায় হাওড়া আদালতে

এদিকে সূত্রের খবর হাওড়ার পাঁচলায় গ্রেপ্তার হওয়া ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ক সহ মোট পাঁচ জনকে আদালতে তোলা পুলিশ। সেখানেই তাদের জামিনের আবেদন করেন ধৃতদের আইনজীবীরা। কিন্তু তাদের পাঁচ জনের জামিনের আবেদন নাকচ করে দেন আদালত। পাশাপাশি তাঁদের আগামী ১০ ই অগাস্ট পর্যন্ত সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক বলে জানা গেছে।

এদিকে এই বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল তাদের কাছে? কি বা ওই টাকার উৎস? এখন সে বিষয়েই নানা প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারীরা।