BREAKING

Friday, 29 July 2022

বীরভূমের একটি ব্যাংকে চুরির ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করলো পুলিশ


ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা, বীরভূম: একটি বেসরকারি ব্যাংকে চুরির ঘটনায় দুইজনকে গ্রেফতার করল বীরভূমের মুরারই থানার পুলিশ। প্রসঙ্গত গত ১৮ ই জুলাই বীরভূমের মুরারই শহরে ধিতরায় একটি ব্যাংকের শাখা খুলতেই ব্যাংক কর্মীরা দেখতে পান ব্যাংকের পিছনকার জানালা ভেঙে টাকা চুরির ঘটনা। আর এর পরেই মুররাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব প্রামাণিকের নেতৃত্বে গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

আর এঘটনার এক সপ্তাহের মধ্যেই ঘটনায় জড়িত দুইজন অপরাধীকে গ্রেফতার করলো পুলিশ। জানা গেছে ধৃত একজনের নাম চাঁদ মোহাম্মদ খান তার বাড়ি বীরভূমের মুরারই থানার অন্তর্গত পানিয়ারা গ্রামে। অন্যদিকে অপর একজনের নাম সেমিম খান তার বাড়ি ঝাড়খন্ড রাজ্যের বাঁকুড়া গ্রামে বলে জানা গেছে।

এদিকে সূত্রের খবর ব্যাংক থেকে চুরি হওয়া নগদ ১৮ হাজার টাকা কয়েন ও বাকি নগদ সহ প্রায় দু লাখের উপর টাকা উদ্ধার করে পুলিশ। জানা গেছে ব্যাংকে চুরির পর তারা এই কয়েন গুলিকে মাটির নিচে লুকিয়ে রেখেছিল তারা। আর সেই কোয়েন গুলিই মাটি খুঁড়ে উদ্ধার করে পুলিশ। এছাড়াও, অপরাধীদের কাছ থেকে একটি চারচাকা গাড়ি সমেত বেশ কতগুলো মোটর সাইকেল ও বাজেয়াপ্ত করেছে পুলিশ। আর এবিষয়েই রামপুরহাটের এসডিপিও বলেন , ব্যাংকে ছুটি থাকার সুযোগ নিয়ে তারা চুরি করে ওই ব্যাংকে।

পাশাপাশি তিনি আরও জানান ওই ব্যাংক থেকে প্রায় ৬ লক্ষ টাকা মতো নগদ টাকা চুরি হয়েছিল। তার মধ্যে দু লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত বাকিদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ। আজ ধৃতদের রামপুরহাট আদালতের তোলে পুলিশ