ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা :- কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা পাওনা আদায়ের দাবি সহ সর্বক্ষেত্রে বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে।
আর তারই অঙ্গ হিসাবে রবিবার (৫ ই জুন) বনহরিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদ মিছিলটি বনহরিশপুর বাজার হয়ে মানিকপীর থেকে বনহরিশপুর মাঝেরপাড়া পর্যন্ত চলে। এদিন মিছিলে অংশগ্রহণকারীরা কেন্দ্র সরকারের ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া টাকা পাওনা আদায়ের দাবিতে সোচ্চার হয়।
বনহরিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত এদিনের এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন বনহরিশপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল মোমিন মল্লিক। উপস্থিত ছিলেন আব্দুল কাসিম মোঃ মিনহাজউদ্দিন (সাধারণ সম্পাদক, হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস কমিটি, সংখ্যালঘু সেল)। এছাড়াও উপস্থিত ছিলেন আসলাম মোল্লা, মানিক জমাদার, সেখ টিঙ্কু, মাসুদ মল্লিক সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা।