BREAKING

Monday, 20 June 2022

''অগ্নিপথ' বিক্ষোভে বাতিল ৩৪৮ প্যাসেঞ্জার ট্রেন


ডেস্ক রিপোর্ট: 'অগ্নিপথ' প্রকল্পের প্রতিবাদে দেশ জুড়ে বনধ, বিক্ষোভ অব্যাহত আজও। আর তার জেরেই বাতিল বহু ট্রেন। 
জানা গেছে এই বিক্ষোভের জেরে দেশ জুড়ে প্রায় ৩৪৮ টি প্যাসেঞ্জার ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। পাশাপাশি বেশকিছু এক্সপ্রেস ট্রেনের সময়সূচিতে আনা হয়েছে বদল।

এদিকে সূত্রের খবর, হাওড়া-নিউদিল্লি পূর্বা এক্সপ্রেস ছাড়বে বেলা ২টো ৫ মিনিটে। 
হাওড়া-নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টে ৫ মিনিটে। 
হাওড়া-ভোপাল সাপ্তাহিক এক্সপ্রেস ছাড়বে দুপুর ২টো বেজে ৩৫ মিনিটে। 
হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস ছাড়বে বেলা ৩টে বেজে ১৫ মিনিটে। 
অন্যদিকে শিয়ালদা- জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ছাড়বে বিকেল ৪টেয়।
কলকাতা- জম্মু তাওয়াই ছাড়বে বেলা ৩টেয়।  হাওড়া-বিকানির এক্সপ্রেস ছাড়বে বিকেল ৫টায়। 
এদিকে বিক্ষোভের জেরে আজও বাতিল করা হয়েছে কলকাতা-দ্বারভাঙা এক্সপ্রেস সহ বেশকিছু ট্রেন। জানা যাচ্ছে বাতিল হওয়া ট্রেন গুলির মধ্যে রয়েছে হাওড়া-যোগী নগরী ঋষিকেশ-দুন এক্সপ্রেস, শিয়ালদা-আজমেঢ় এক্সপ্রেস, ভাগলপুর-রাঁচি এক্সপ্রেস, হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস, ভাগলপুর-মুজফ্ফরনগর এক্সপ্রেস, বঙ্কা-রাজেন্দ্র নগর এক্সপ্রেস, হাওড়া-জয়নগর এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলি।
সাহেবগঞ্জ-দানাপুর এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, কামাখ্যা- গয়া এক্সপ্রেস, ভাগলপুর-দানাপুর এক্সপ্রেস, ভাগলপুর-জয়নগর এক্সপ্রেস, কলকাতা-আজমগড় এক্সপ্রেস।