নিজেস্ব প্রতিনিধি, উলুবেড়িয়া: প্রাথমিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হাওড়ায় বিজেপি নেতা। ধৃত বিজেপি নেতার নাম সুমিতরঞ্জন কাঁড়ার। তিনি গত বিধানসভা ভোটে উদয়নারায়ণপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ছিলেন। তাঁর গ্রেফতারির খবর পেয়ে আজ সকালে উদয়নারায়ণপুর থানার সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। পাশাপাশি এঘটনার সিআইডি তদন্তের দাবি জানান বিক্ষোভকারীরা।
সূত্রের খবর তার বিরুদ্ধে অভিযোগ, প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বিজেপি নেতা সুমিতরঞ্জন কাঁড়ার। কিন্তু চাকরি না পেয়ে টাকা ফেরত চাইলে কয়েক জনকে চাকরি প্রাথীকে চেক ওই দেন বিজেপি নেতা। পরে সেই চেক বাউন্স করে বলে অভিযোগ। আর এর পরেই বিজেপি নেতার বিরুদ্ধে উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন আবেদনকারীরা। আর সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল রাতে হাওড়ার ফ্লাট থেকে অভিযুক্ত নেতা সুমিতরঞ্জন কাঁড়ারকে গ্রেপ্তার করে উদয়নারায়নপুর থানার পুলিশ বলে সূত্রের খবর। এদিকে পুলিশের পক্ষ থেকে আজই অভিযুক্তকে উলুবেড়িয়া আদালতে তোলা হবে বলে জানা গেছে।