নিজেস্ব প্রতিবেদন: আগামী ১২ ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে আসানসোল লোকসভার উপ নির্বাচন। আর এই নির্বাচনে ইতিমধ্যে আগেই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আর আজ বুধবার আসানসোল লোকসভার জন্য নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছে বামেরা। এই কেন্দ্রে বামেরা প্রার্থী করেছে পার্থ মুখার্জীকে।
আর পার্থ মুখার্জীর নাম ঘোষণা হতেই এদিন আসানসোলের বিভিন্ন এলাকায় শুরু হয়ে গিয়েছে বামেদের দেওয়াল লিখন। তেমনি ছবি এদিন ধরা পড়েছে আসানসোলে।