ডেস্ক রিপোর্ট: কোভিডের জেরে সারা দেশের পাশাপাশি এরাজ্যেও ছিলো একাধিক বিধিনিষেধ। কিন্তু সেই বিধিনিষেধ এখন রাজ্যে অনেকটাই শিথিল। আর এরই মাঝে আগামী ১৮ ই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে দোল উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে হাজার হাজার দর্শকের ভিড়ে ভোরে ওঠে বীরভূমের শান্তিনিকেতন বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসব উপলক্ষে ভিড় বাড়তে পারে বীরভূমের তারাপীঠ মন্দিরেও। আর সেই ভিড়ে তারাপীঠ মন্দিরে ভক্তদের প্রবেশের ক্ষেত্রে থাকছে একাধিক বিধিনিষেধ।
জানা যাচ্ছে হোলির সময় তারাপীঠ মন্দিরে প্রবেশ করতে লাগবে মাস্ক, মন্দিরের ভিতর ব্যাবহার করা যাবেনা ভেষজ আবির ছাড়া অন্যকোন রং।