BREAKING

Wednesday, 1 December 2021

হাওড়া সিটি পুলিশের উদ্যোগে আয়োজিত হলো এক চক্ষু পরীক্ষা শিবির

নিজেস্ব সংবাদদাতা, হাওড়া: পথ নিরাপত্তার পাশাপাশি বুধবার হাওড়া সিটি পুলিশের উদ্যোগে হাওড়ার টিকিয়াপাড়ায় অবস্থিত ট্রাফিক পুলিশ দপ্তরে অনুষ্ঠিত হলো এক বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির। মূলত বাস ড্রাইভার, ট্যাক্সি ও অটো ড্রাইভারদের জন্য হাওড়া সিটি পুলিশ আয়োজন করে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবির। যেখানে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞদের পাশাপাশি উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশের আধিকারিকরাও। এদিকে জানা গেছে এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে মোট ৬৩ জন তাদের চক্ষু পরীক্ষা করায়। এদিকে পুলিশ প্রশাসনের এহেন উদ্যোগে খুশি বাস, অটো ও ট্যাক্সি চালকরাও।