নিজেস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: পথ দুর্ঘটনা কমাতে রাজ্যে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আর তার জেরেই রাজ্যে প্রশাসনের উদ্যোগে চলেছে একাধিক সচেতনতা মূলক প্রচার। আর সেই সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে সচেতনতা মূলক প্রচারের জেরে মিলেছে ফলও। রাজ্যে কমেছে পথ দুর্ঘটনার সংখ্যা। আর সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা বিষয়ে আরও সচেতনতা বাড়াতে বুধবার উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে হাওড়া গ্রামীণ পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো "সেভ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি।
আর এদিনের এই কর্মসূচি থেকে হেলমেট বিহীন বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়, উলুবেড়িয়া পূর্বের বিধায়ক বিদেশ বসু, হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সৌম্য রায়, উলুবেড়িয়ার মহকুমা শাসক শমীক কুমার ঘোষ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।