BREAKING

Wednesday, 1 December 2021

পথ নিরাপত্তা সপ্তাহ পালন কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের

রমিত সরকার , নদীয়া: নদীয়ার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রচার চালানো হলো আজ। কৃষ্ণনগরের এ ভি স্কুল থেকে একটি রেলি করে পুলিশ প্যারেড গ্রাউন্ড মাঠে শেষ হয়।
পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ধরনের সচেতনতামূলক বার্তা দেওয়া হয় সাধারণ মানুষকে।
এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ঈশানী পাল জানান, প্রতিনিয়ত যে ধরনের দুর্ঘটনা ঘটছে তাতে গাড়ি চালকদের অনেক গাফিলতি রয়েছে।তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে তাই জেলার বিভিন্ন মোড়ে মোড়ে সচেতনতার প্রচার করা হবে।
তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ নিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ সফল করার পরিকল্পনা নিয়েছে তাতে অনেক দুর্ঘটনা ইতিমধ্যে আগের তুলনায় অনেক কমেছে।