BREAKING

Wednesday, 2 August 2023

Weather Update: নিম্নচাপের জেরে বুধবারও চলবে বৃষ্টি


ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের জেরে মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে শুরু হয়েছে বৃষ্টি। রাতে বেড়েছে বৃষ্টির পরিমাণ। তবে এই বৃষ্টি বুধবারও চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় জেলা গুলিতে বইতে পরে ঝড়ো হাওয়া। মূলত বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপের জেরে জেরেই এই বৃষ্টি। অন্যদিকে বৃষ্টি ও ভরা কটালের জেরে বাড়তে শুরু করেছে বিভিন্ন নদীর জলস্তর। পাশাপাশি মৎস্যজীবীদের ক্ষেত্রে সমুদ্র যাত্রায় করা হয়েছে নিষেধাজ্ঞা।