BREAKING

Tuesday, 23 May 2023

প্রতারণা মামলায় ধৃত প্রাক্তন প্রধানের বাউড়িয়ার ফ্ল্যাটে তল্লাসি গোয়েন্দাদের


ডেস্ক রিপোর্ট: সরকারি দপ্তরে চাকরি পাইয়ে দেবার অভিযোগে লক্ষ লক্ষ প্রতারণা করার অভিযোগে গত শনিবার উলুবেড়িয়ার বাউড়িয়া থেকে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করে বর্তমানে কলকাতা পুলিশের বেনিয়াপুকুর থানায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জীব দেঁড়ে, তার স্ত্রী তথা উলুবেড়িয়া-২ ব্লকের খলিসানি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত প্রধান বর্ণালী দেঁড়ে সব আরও এক জনকে। জানা যায় তারা সরকারি দপ্তরে চাকরি দেবার নাম করে একাধিক ব্যাক্তির কাজ থেকে প্রায় ৪০ লক্ষ টাকা তোলেন। আর সেই মামলাতেই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ তাদের গ্রেপ্তার করে। এদিকে সোমবার সন্ধ্যায় কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের পক্ষ থেকে বাউড়িয়ার বুড়িখালীর একটি আবাসনে ধৃত সঞ্জীব দেঁড়ে ও বর্ণালী দেঁরেকে সঙ্গে নিয়ে তাদের ফ্ল্যাটে তল্লাশি চালায় গোয়েন্দারা। পরে সেখান থেকে তারা বেরিয়ে যায় সঞ্জীব দেঁড়ের শ্বশুরবাড়িতেও।

এদিকে পঞ্চায়েত ভোটের আগে চাকরি দুর্নীতি কাণ্ডে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের গ্রেপ্তার হওয়ায় স্বাভাবিক ভাবেই কিছুটা অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে পথে নেমেছে বিরোধী দল সিপিআইএম, বিজেপি।