ওয়েব ডেস্ক :- উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির কর্মসূচির প্রস্তুতি বৈঠক হল বাউড়িয়ায়, উপস্থিত ছিলেন CIC সদস্য সহ অন্যান্য কাউন্সিলাররা। মঙ্গলবার সন্ধ্যায় উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডের বাউড়িয়ার ফোর্ট গ্লাসটার ই-ব্লকের দলীয় কার্যালয়ে।
ব্লাড ব্যাঙ্ক গুলিতে গ্রীষ্মকালীন রক্তের ঘাটতি মেটাতে উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আগামী ১১ ই জুন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর মঙ্গলবার সেই রক্তদান শিবির কর্মসূচির প্রস্তুতি বৈঠক হল বাউড়িয়ায়। এদিন ১, ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর ও ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতা ও নেত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের হাওড়া গ্রামীণের সহ-সভাপতি বেনু কুমার সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গরা ও দলীয় কর্মী সমর্থকরা। এই আলোচনা সভার মূল আলোচ্য বিষয় হল আগামী ১১ ই জুন উলুবেড়িয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করা।