BREAKING

Thursday, 9 June 2022

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বাউড়িয়া পাঁচলা রাজ্য সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ বিক্ষোভ


ওয়েব ডেস্ক :- বিজেপি নেত্রী নুপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার রঘুদেবপুরের বাউড়িয়া পাঁচলা রোডের ষষ্ঠীতলায় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভে সামিল হয় এক দল মানুষ। রাস্তার উপরেই টায়ার ও গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। এদিকে এদিনের এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে বাউড়িয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের  নেতৃত্বে ঘটনাস্থলে এসে পৌছায় বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের সহযোগিতায় অবরোধ তুলে ন্যায়। এদিকে দীর্ঘক্ষণ অবরোধের জেরে চরম ভোগান্তিতে পরে সাধারণ মানুষ।