ওয়েব ডেস্ক :- আবারও অফিস সময়ে হাওড়া ব্রিজে ঘটলো দুর্ঘটনা। জানা গেছে বৃহস্পতিবার সকালে হাওড়া ব্রিজের উপর কলকাতা ও হাওড়াগামী দুটি বেসরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই দুর্ঘটনার ফলে আহত হয়েছেন দুই বাসের একাধিক যাত্রী।
এদিকে দুর্ঘটনার পরেই পুলিশের সহযোগিতায় আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাওড়া জেলা হাসপাতালে। এদিকে আঘাত গুরুতর না হওয়ার কারণে বেশ কয়েকজন যাত্রীকে চিকিৎসার পর ছেড়ে দেয় হাসপাতাল বলে সূত্রের খবর। জানা গেছে এদিন সকালে ২৪ বি ও ৬৯ রুটের দুটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। আর সেই সংঘর্ষের জেরে দুটি বাসের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়।
ট্রাফিক সূত্রে খবর অফিস সময়ে বগাড়ির সংখ্যা ছিল অনেক বেশি। ফলে ব্রিজের একদম মাঝ বরাবর যাওয়ার সময় বাস দুটি একে ওপরের লেনে ঢুকে পরে আর তার জেরেই এই সংঘর্ষ ঘটে বলে অনুমান। এদিকে দুর্ঘটনাগ্রস্থ দুটি বাসকেই পুলিশ আটক করেছে বলে সূত্রের খবর। এদিকে অফিস সময়ে হাওড়া ব্রিজের উপর এমন দুর্ঘটনার জন্য বেশ কিছুক্ষন যানজটের সৃষ্টি হয় হাওড়া ব্রিজের উপর। যদিও পরে পুলিশের সহযোগিতায় স্বাভাবিক হয় যান চলাচল।