ডেস্ক রিপোর্ট, পূর্ব মেদিনীপুর: স্ত্রীকে নিয়ে সাইকেলে শশুর বাড়ী জামাই ষষ্ঠী নিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক দম্পতির। এমনি মর্মান্তিক ঘটনা ঘটেছে রবিবার সকালে ১১৬ নম্বর হলদিয়া-মেছেদা জাতীয় সড়কের উদয়চক বাস স্ট্যান্ডের কাছে। সূত্রের খবর এদিন সকালে স্ত্রীকে নিয়ে শশুর বাড়ী যাচ্ছিল পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের সৌয়াদীঘি গ্রামের বছর ৫৫ গজেন্দ্রনাথ মাইতি ও ঝর্ণারণী মাইতি।
আর সেই সময়েই একটি দ্রুত গতিতে আসা তেল ট্রাঙ্কর তাদের ধাক্কা মারে। আর এর পরেই ঘটনাস্থলে ছিটকে পড়ে যায় তারা। পারে তাদের গুরুতর আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাদের দু জনকেই মৃত বলে ঘোষণা করেন। এদিকে জামাইষষ্ঠী করতে যাওয়ার পথে এমন মর্মান্তিক পরিণতিতে গোটা এলাকায় নেমেছে শোকের ছায়া।