নিজেস্ব প্রতিবেদন, হাওড়া:- হাওড়ার লিলুয়া থানার অন্তর্গত বেলগাছিয়া রেল ইয়ার্ডের কাছে চলছিল মাটি খোঁড়ার কাজ। আর শনিবার সকালে সেই মাটি খুঁড়তে গিয়েই ঘটলো বিস্ফোরণ। আর জানা যায় এঘটনায় আহত হয় দুই যুবক। আর এর পরেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। এদিকে এঘটনার পর আহত দুই জনকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় হাওড়া জেলা হাসপাতালে।
এদিকে সূত্রের খবর, শনিবার সকালে ওই অঞ্চলে জঙ্গল ও জঞ্জাল পরিষ্কারের কাজ চলছিল। আর সেই কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে ঘটে এমন ঘটনা। জানা গেছে আহত দুই যুবকের নাম মিঠুন শেখ ও মুসাফির। এদিকে ঠিক কি কারণে এমন বিস্ফোরণ ঘটে তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে লিলুয়া থানার পুলিশের পাশাপাশি রেল পুলিশের আধিকারীকরা।