BREAKING

Sunday, 6 February 2022

আসানসোলে ভোট প্রচারে রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শতাব্দী রায়


রামকৃষ্ণ চ্যাটার্জী, অজানা বাংলা, আসানসোল : আগামী কয়েকদিন পর আগামী- ১২ ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগমের নির্বাচন। আর সেই নির্বাচনের নির্বাচনী প্রচারে রবিবার রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ শতাব্দী রায়।

এদিন তারা আসানসোল পৌর নিগমের ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২ নম্বর ওয়ার্ডে  রবিবাসরীয় প্রচার সারলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায়। এদিন সকালে আসানসোলের চিত্রা মোড় থেকে শুরু হয় এই মিছিল পরে তা গোড়াই রোড হয়ে বুধা পর্যন্ত যায়। 

এদিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে হুড খোলা গাড়িতে চেপে খেলা হবে গান বাজিয়ে প্রচার সারলেন তারা। একই সাথে বিভিন্ন ওয়ার্ড ঘুরলেন তারা, কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে। 

আর এদিন প্রচারে এসে সাংসদ শতাব্দী রায় বলেন, ভারতের কিংবদন্তী সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতের সংগীত জগতের এক বিশাল বড়ো ক্ষতি হয়ে গেলো। ওনার মতো বড়ো মাপের শিল্পীকে আর আমরা পাবো কি না জানি না। ওনার দৃষ্টান্ত উনি নিজেই।