নিজেস্ব প্রতিবেদন, উলুবেড়িয়া : আর কয়েকদিন পর আগামী ২৭ শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের ১০৮ পৌরসভার সঙ্গে উলুবেড়িয়া পৌরসভার নির্বাচন। আর উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনে জন্য ইতিমধ্যে প্রাথী ঘোষণা করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস ও বামেরা। আর এবার উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনে তিন আসনে প্রাথী দিলো ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া।
সোমবার গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার বাউড়িয়ার বুড়িখালিতে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানান ওয়েলফেয়ার পার্টির নেতৃত্ব।
আর এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার উলুবেড়িয়া-২ নম্বর ব্লক সভাপতি সাবির আলী, সম্পাদক ইপতিকার আলী মল্লিক, ব্লক কোষাধ্যক্ষ হারুন রসিক ছড়াও অন্যান্য নেতৃত্ব।
আর এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে ওয়েলফেয়ার পার্টির নেতৃত্ব জানায়, আসন্ন উলুবেড়িয়া পৌরসভার নির্বাচনে তারা তিনটি সিটে প্রাথী দিচ্ছে। আর সেগুলি হলো ৭, ১৪, ১৮ নম্বর ওয়ার্ডে তারা প্রাথী দেবে।
তাদের পক্ষ থেকে জানানো হয়েছে উলুবেড়িয়া পৌরসভার-৭ নম্বর ওয়ার্ডে তৌফিক আলী মন্ডল। ১৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ ইপ্তিকার মল্লিক ও ১৮ নম্বর ওয়ার্ডে রিজাউল খাঁনকে প্রাথী করা হবে। পাশাপাশি আরও বেশকিছু ওয়ার্ডে তাদের দলের পক্ষ থেকে প্রাথী করা হতে পারে।
অন্যদিকে জোট প্রসঙ্গে এদিন ওয়েলফেয়ার পার্টির নেতৃত্বরা বলেন, জোট করার কথা তারা এখনো কেউ ভাবেনি। তবে ওয়েলফেয়ার পার্টি তার নিজের নীতি ও আদর্শে এই নির্বাচনে লড়াই করবে।