রামকৃষ্ণ চ্যাটার্জী, আসানসোল: সড়ক দুর্ঘটনা কমাতে রাজ্যে সেভ ড্রাইভা, সেভ লাইভ প্রকল্পের সূচনা করেছিলেন রাজ্য সরকার। আর সেই প্রকল্পের মাধ্যমে সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক সচেতনতা মূলক প্রচার চালাচ্ছে পুলিশ প্রশাসন। আর তারই অঙ্গ হিসাবে বুধবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে করা হলো এক সচেতনতা মূলক প্রচার। জানা গেছে সেফ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পে এদিন আসানসোলের চিত্রা মোড় অনুষ্ঠিত হয় এক অনুষ্ঠান৷ আর এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুধীর কুমার নীলকান্তম, জেলা শাসক এস .অরুণ প্রসাদ, আসানসোল পুর নিগমের প্রসাশক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরো অন্যান্য আধিকারিকেরা।
এদিন রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে চিত্রা মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত নানান প্ল্যাকার্ড, পোষ্টার সহ শোভাযাত্রা বের করা হয় পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি পথ নিরাপত্তার স্বার্থে এদিনের এই অনুষ্ঠান থেকে হেলমেট বিহীন বাইক আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করে প্রশাসন৷ আর এদিনের এই অনুষ্ঠানে এসে আসানসোল দুর্গাপুর পুলিশের কমিশনার বলেন, প্রকল্পটি দীর্ঘদিন চালু হলেও সাধারণের মধ্যে সচেতনতার অভাব রয়ে গেছে৷ তাই আগের তুলনায় পথ দুর্ঘটনা নিয়ন্ত্রিত হলেও এখনো জেলায় ৩০০ কাছাকাছি পথ দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে ৷ যে কারণে আগামী দুই মাস আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে জন সচেতনতা মূলক বিশেষ অভিযান চালানো হবে বলে জানান তিনি।