অভিজিৎ ব্যানার্জী, হাওড়া: দীর্ঘদিন ধরে কাজ করে যাওয়ার পরে মিলছেনা বকেয়া ইনসেন্টিভ। আর তাই বকেয়া ইনসেন্টিভের দাবি। আশা কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দুর্ব্যবহারের প্রতিবাদে। মঙ্গলবার পাঁচলার কুলাই গ্রামীণ হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় আশা কর্মীরা। শুধু তাই নয় পরে তারা ওই একই দাবিতে বিক্ষোভ দেখায় পাঁচলা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে।
যদিও পরে বিক্ষোভ থামাতে ঘটনাস্থলে এসে পৌছায় পাঁচলা থানার পুলিশ। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় আশা কর্মীরা। এদিন বিক্ষোভরত আশা কর্মীদের দাবি গত রবিবার ছিল দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি। আর সেই কর্মসূচির কথা শনিবার রাত ৮.১০ মিনিটের পর ফোন করে জানাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এই সমস্ত কিছুর প্রতিবাদেই অনুষ্ঠিত হয় আশা কর্মীদের এই বিক্ষোভ।