BREAKING

Tuesday, 3 January 2023

বাড়ির বাথরুম থেকে আসছে গর্জন, বাঘ আতঙ্কের মধ্যে উদ্ধার বাঘরোল

নিজস্ব প্রতিবেদন: বাথরুমের ভিতর আটকে পরে একটি পূর্ণ বয়স্ক বাঘরোল। আর তার জেরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জানা যায় বাগনান-২ নং ব্লকের আকুভাগ দক্ষিণ মল্লিক পাড়া গ্রামের সিরাজুল মল্লিকের বাড়ির বাথরুমের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য প্রানী পূর্নবয়স্ক একটি পুরুষ বাঘরোল আটকে পড়ে। এদিকে বাথরুমের মধ্যে আটকে পরে পূর্ণবয়স্ক ওই বাঘরোলটি গর্জন করতে থাকে। এদিকে বাড়ির লোক ও গ্রামবাসীরা সেই গর্জন শুনে ভয় পায়।

আর বাড়ির বাথরুমে বাঘরোল আটকে পড়ায় তারা প্রথমে চিতাবাঘ ভাবে। চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়, গ্রামের মানুষ জনও জড়ো হয়। পরে ওই গ্রামের স্থানীয় যুবক আশিক ইকবাল বাঘরোল টিকে না মারতে দিয়ে তিনি যোগাযোগ করেন বন্যপ্রাণ উদ্ধার ও সংরক্ষণ নিয়ে কাজ করা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য চিত্রক প্রামানিক ও সুমন্ত দাসের সঙ্গে। পরে তারা দুই জনে যায়। বন বিভাগ ও আসে। বাড়ির বাথরুমে আটকে পড়া ওই বাঘরোল টি উদ্ধার হয়। এবং তা নিয়ে যাওয়া হয় গরচুমুক প্রাণী কেন্দ্রে।

আর এবিষয়ে বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ নিয়ে কাজ করা চিত্রক প্রামানিক বলে, যেহেতু বাঘরোল টি সুস্থ এবং ওখানে গ্রামবাসীদের বোঝাই এলাকায় থাকলে এলাকার পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। বাঘরোল আমাদের রাজ্য প্রাণী এরা প্রচুর সাপ ও ইঁদুর এরা খায়। তিনি আরও বলেন, গ্রামবাসীদের অনুরোধে ওখানে একদিন সচেতনতা শিবির করে বন বিভাগের সাথে আলোচনা করে বাঘরোল টি যাতে ওখানেই মুক্ত করা যায় সেই ব্যবস্থা করবো। গত কয়েক বছরে বাঘরোলের খাদ্যের অভাব দেখা দেওয়ায় বাঘরোল বা মেছো বিড়াল মাঝে মাঝে এখন চলে আসছে লোকালয়ে।