নিজেস্ব প্রতিনিধি : বাগনানের ঘোড়াঘাটার একটি বাড়ি থেকে উদ্ধার এক যুবকের ঝুলন্ত দেহ। জানা যাচ্ছে বাঁকুড়ার পাত্রসায়রের যুবক প্রীতম হালদার বাগনানের একটি ওয়ার হাউসে কাজ করতেন। আর সেই কাজের সুবাদেই সে ঘোড়াঘাটার ওই বাড়িতে ভাড়া থাকতেন। গত মঙ্গলবার থেকে ওই যুবক কারোর ফোন ধরছিল না। তার অফিস থেকে থেকে বার বার ফোন করেও পাওয়া যায়নি প্রীতমকে। আর এর পরেই তার সহকর্মীরা তার ভাড়া বাড়িতে এসে শুক্রবার তাকে ডাকা ডাকি করে। কিন্তু সারা না পেয়ে জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা।
এর পরেই খবর যায় বাগনান থানায়। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বাগনান থানার পুলিশ। তারাই দরজা ভেঙে উদ্ধার করে প্রীতমের দেহ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মঘাতী হয়েছে এই যুবক। এদিকে পুলিশ দরজা ভেঙে তার দেহ উদ্ধার করে পাঠায় ময়নাতদন্তের জন্য। এদিকে মঙ্গলবার সকাল থেকে প্রীতম তার বাড়ির ফোন না ধরায় তার পরিবারের লোক বাগনানের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু মাঝ রাস্তায় প্রীতমের মৃত্যুর খবর জানতে পারে প্রীতমের পরিবারের সদস্যরা।
এদিকে মৃত প্রীতমের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে গোটা ঘটনার কথা জানিয়ে বাগনান থানায় একটি অভিযোগ দায়েক করা হয়েছে বলে খবর। আর সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।