ডেস্ক রিপোর্ট, অজানা বাংলা, উলুবেড়িয়া: অন্ধকার কাটিয়ে আলোর উৎসব শ্যামা পূজা। আর গ্রামীণ হাওড়ার উলুবেড়িয়ার, উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাব এর শ্যামা আরাধনা এবছর ৪৬ তম বর্ষে পদার্পণ করলো। এই ক্লাবের শ্যামা পূজা উলুবেড়িয়ার বিভিন্ন শ্যামা পূজার মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পূজা।
আর এই শ্যামা পুজোর অনুষ্ঠানের অংশ হিসাবে শুক্রবার অনুষ্ঠিত হয় অন্নকূট উৎসব৷ আর এই অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ও পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী পুলক রায়
পাশাপাশি অন্নকূট উৎসবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস, ভাইস-চেয়ারম্যান শেখ ইনামুর রহমান, জল দপ্তরের চেয়ারম্যান শেখ আকবর, সিআইসি মেম্বার মহিনুদ্দিন মিদ্দে (বাদশা), ২৬ নম্বর ওয়ার্ডের পৌরমাতা শুক্লা ঘোষ, ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ হাসিবুর রহমান
উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী বেনু কুমার সেন। উপস্থিত
ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ওই ক্লাবের কার্যকরী সভাপতি গৌতম বোস, সমাজসেবী চুমকী ঘোষ, কৌশিক দাস সহ অন্যান্যরা। এদিকে অন্নকূট উৎসব উপলক্ষ্যে সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো