ডেস্ক রিপোর্ট: বিজেপি হাওড়া গ্রামীণ জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত হলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকালে তিনি হাওড়া জেলা গ্রামীণ বিজেপির কার্যালয় ফুলেশ্বরের মনসাতলায় যোগ দেন দলীয় সাংগঠনিক বৈঠকে।
এদিকে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে ১৬ নম্বর জাতীয় সড়ক সংলগ্ন মনসাতলায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণের বিজেপির একাধিক নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির বহু কর্মী সমর্থক। অন্যদিকে বিজেপি হাওড়া গ্রামীণের এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা ট্রিবিয়াল বলেও জানা গেছে।
এদিকে দলীয় সংগঠন মজবুত করা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় এদিনের এই বৈঠকে বলে সূত্রের খবর।