নিজেস্ব প্রতিবেদন, অজানা বাংলা: রাজ্যের ১০৮ টি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে আজ। আমাদের সূত্র মারফত জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার ভোটের বিজ্ঞপ্তি প্রকাশের মধ্যে দিয়ে ভোটের ঘন্টা বাজতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন।
জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার ১০৮ টি পৌরসভার জন্য বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। আর বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই ১০৮ পৌরসভার জন্য শুরু হয়ে যাবে মনোনয়ন পত্র জমা দেবার পক্রিয়া। যা চলবে আগামী ৯ ই ফেব্রুয়ারি পর্যন্ত। মনোনয়ন পত্র ও স্কুটিনির দিন ধার্য হয়েছে সম্ভাব্যত আগামী ১০ই ফেব্রুয়ারি দাবি সূত্রের। এদিকে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন সম্ভবত আগামী ১২ ই ফেব্রুয়ারি এমনটাই খবর সূত্রের।