নিজস্ব প্রতিবেদন: আইএসএল-এ নিজেদের তৃতীয় ম্যাচে মোহনবাগান মুখোমুখি হয় মুম্বাই সিটি এফসি - র। আর এই ম্যাচে মুম্বই সিটি এফসি-র কাছে লজ্জার হার হলো মোহনবাগান এর। মোহনবাগান এর সেই লড়াকু খেলা কোথায়? মুম্বই সিটি এফসি-র কাছে ১-৫ গোলে হারতে হলো মোহনবাগানকে।
এককথায় এই ম্যাচে উড়ে গেল মোহনবাগান। চতুর্থ মিনিটের মাথায় প্রথম গোল খায় এটিকে মোহনবাগান। তারপর থেকে শুরু হলো গোল খাওয়ার পালা। এই ম্যাচে বাগানের সেই মাঠ কাপানো খেলা কোথায়? এই ম্যাচের প্রথম গোল করেন বিক্রম প্রতাপ সিংহ। এরপর থেকেই বিপিন ও বিক্রম জুটি পুরো ম্যাচে ব্যস্ত রেখেছে মোহনবাগান গোলরক্ষককে।
মোহনবাগান গোল শোধের সুযোগ পেলেও মুম্বইকে টপকাতে পারেনি বাগান।
ম্যাচের ২৫ মিনিটের মাথায় আবার গোল করেন বিক্রম। মুম্বই এর হয়ে ৩৮ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন ইগর অ্যাঙ্গুলোর। তারপর পর পর দুটি গোল করে ৫-০ গোলে এগিয়ে যায় মুম্বই।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ডেভিড উইলিয়ামস ৬০ মিনিটের মাথায় একটি গোল শোধ দেয়। এই ম্যাচে মুম্বইয়ের কাছেই ছিল ৬০ শতাংশ বলের দখল। এখন প্রশ্ন একটাই সবুজ-মেরুন এই হারের ধাক্কা ভুলে আবার নতুন ছন্দে মাঠে নামতে পারবে তো? ফুটবলপ্রেমীদের কাছে সেটাই এখন দেখার।